Header Ads Widget

প্রশ্ন : কেউ কুলি না করে এবং নাকে পানি দেয়া ছাড়াই গোসল সম্পন্ন করে ফেললে করণীয় কী?

 

প্রশ্ন : কেউ কুলি না করে এবং নাকে পানি দেয়া ছাড়াই গোসল সম্পন্ন করে ফেললে করণীয় কী?

উত্তর : প্রশ্নোক্তক্ষেত্রে স্মরণ হওয়ার পর গরগরার সাথে কুলি করে নিবে এবং নাকের ভিতর পানি পৌঁছাবে। এতেই তাঁর গোসল সম্পন্ন হয়ে যাবে। পুনরায় গোসল করার প্রয়োজন নেই। -সুনানে দারাকুতনী ১/১২২; শরহুল মুনইয়া ৫০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ